Sunday, July 21, 2019

আপনি নিজেকে জিজ্ঞেশ করুণ

bangladeshnewspaper365

আপনি নিজেকে জিজ্ঞেশ করুণ



১) আপনি কি আপনার সমস্ত দোষ  -ক্রুটি দূর করে নিজেকে আল্লাহ তায়লার খালিস ও খাটি
বান্দাহ রুপে  গড়ে ফেলেছেন ?
২) আপনার মন মগজ অঙ্গ প্রত্যঙ্গ এবং সকল প্রকার দৈহিক মানসিক শক্তির উপর আল্লাহতায়লার
দীনের যে দাবি রয়েছে , তা কি আপনি সব পূরণ করে ফেলেছেন ?
৩)  আপনার চার পাশে কি এমন একজন ও নেই যিনি আল্লাহ সম্পর্কে উদাসীন অথবা দিন সম্পর্কে
অজ্ঞ বা নৈতিক  ক্ষেত্রে অধপততিত ? সকলকেই কি আপনি সংসশধন করে ফেলেছেন ?
এসব প্রশ্নের জবাব যদি না হয় , তবে
আপনি কি করে ভাবছেন
যে , আপনার করনিয় সব কাজ ফুরিয়ে গেছে ?
যে এখন আপনাকে নতুন কাজের প্রোগ্রাম দেওয়া উচিত ?
এসব কাজ ত সব বাদ পড়ে আছে এবং আপনার   গভীর আত্মনিয়োগ করা উচিত
যদি এসব কাজ যথাযোগ্য রুপে করতে চান
তবে এক মুহূর্ত এর জন্য ও আপনি ফুরসত পাবেন না
কোন ব্যাক্তি জীবনে যে পথই অবলম্বন করুক না  কেন
তাকে বহু  পরিক্ষা নিরিক্ষার ভিতর দিয়া যেতে হয়
এটাই আল্লাহতায়লার আমঘ নিয়ম
এ বিষয়ে হকের পথের বৈশিষ্ট্যর দাবিদার
এর শুরু থেকে শেষ পর্যন্ত
শুধু পরিক্ষা আর   পরিক্ষা
একজন কৃতসংকল্প মর্দ  মুমিন যখন নতুন কোন পরীক্ষার সম্মুক্ষিন হয়
তখন সে তাকে হকের প্রতি
তার আন্তরিকতা প্রমান করার সুযোগ বলে গ্রহন করে
এবং সহাস্য বদনে ও সন্তুষ্ট চিত্তে মকাবিলা করে
নিভু নিভু প্রদিপ সামান্য বাতাসের  আঘাতে নিভে যায়
কিন্তু জলন্ত অগ্নি কুণ্ড বাতাশ পেলে দিগুন বেগে জলে উঠে
প্রজ্জলিত আগুন ভিজা কাঠ কেও নিজের খাদ্য রুপে গ্রহন করে
আপনাকেও এমন হতে হবে
যাতে বিরুদ্ধতার সামনে আপনি নত না হন
বরং তাকে হজম করে নিজের শক্তি বারাতে পারেন


Share

& Comment

1 Comments:

 

Copyright © 2015 Bangladesh Newspaper 365 ™ is a registered trademark.

Designed by Templateism | Templatelib. Hosted on Blogger Platform.