Wednesday, July 17, 2019

একটি প্রচলিত গল্প যা একেবারে বাস্তবতা বিবর্জিত

bangladeshnewspaper365



একটি প্রচলিত গল্প যা একেবারে বাস্তবতা বিবর্জিত






এক যুবক ছিন্তাই করতে গিয়ে একেবারে পুলিশের হাতে ধরা পড়ে
যাকে বলে রেড হেন ডেড
যুবক কিন্তু ভয় ডর  হীন উদ্ধত ভঙ্গিতে বলে
জানেন আমি কে ?
আমি হলাম
১৮ নং ওয়ার্ডের ১৯ নং সদস্য
শুনে ত পুলিশের আক্কেল গুরুম
সঙ্গে সঙ্গে থানায় ওছি সার কে ফোন
স্যার , কি করব ,
থানার ওসি সিদ্ধান্ত দিতে পারেন না। পাছে তার সর্বনাশ হয়ে যায়। ওসি ফোন করেন এসপিকে- কী করবেন তিনি।
এস পি ফোন করে 
আই জি কে
ফোন পেয়ে আই জি ত মহা খেপা
বলে , এই তোমরা পাইছ কি ?
একটা ছিন্তাইকারি ধরতে আমার অনুমতি চাও ?
এস পি কাচু মাচু সরে বলে
স্যার , গত বার মনে নাই 
অই খানের অই ছেলেকে ধরতে গিয়ে আপনার কি অপমান টাই হতে হল
এই কথা শুনে স্যারের মুখে জোকের মুখে লবন পরার মত অবস্থা 
তখন স্যার বলে , দাড়াও , লাইনে থাক, আমি একটু স্যারের সাথে কথা বলে নেই
তখন সেই উল্লেখিত বড় নেতা নামক স্যার ফোনে
তার সোনার ছেলেদের দায়িত্বশীল নেতার কাছে জানতে চান যে, সে (ছিনতাইকারী) তাদের লোক কি না?
উত্তরে পজে টি ভ সংকেত পেয়ে
নেতা নামক স্যার বলেন, 
 ‘আরে! পোলাপান মানুষ, ভুল করছে, ছাইড়া দাও, ভুল সংশোধনের সুযোগ দাও।’
কিন্তু 
এই গল্পের ছিন্তাই কারি  যুবক টি যদি
সোনার ছেলে না হয়ে
লোহার ছেলে হত
তবে কিন্তু
আমাদের উল্লেখিত
পুলিশ স্যার 
ছিন্তাইকারি যুবক কে কি বলত ?
গল্প গল্প মানে এক রাশ মিথ্যা কথা 
যার আগা নাই মাথা নাই 
শুধু মজা নেওয়া
উল্লেখিত গল্প টি সুধুই মজা নেওয়ার জন্য
কারো মনে কিন্তু বিন্দু মাত্র কষ্ট দেওয়ার জন্য না 
এই গরমে যখন গায়ে কাপড় রাখাই দুস্কর 
সেখানে ৮/১২ ঘণ্টা এই মোটা কাপরের ইউনিফরম  পড়ে ডিউটি করে যে পুলিশ ভাই  শুধুই বেতনের জন্য  আর উপ্রির জন্য আমাদের বিশ্বাস সবাই কিন্তু এমন না 
মনে মনে সালাম আসে উনাদের জন্য

Share

& Comment

0 Comments:

Post a Comment

 

Copyright © 2015 Bangladesh Newspaper 365 ™ is a registered trademark.

Designed by Templateism | Templatelib. Hosted on Blogger Platform.