আসুন আগে জেনে নেই, কি কেন কিভাবে বিষয় ঃ ডেঙ্গু
এখন কিন্তু মহামারি মানে ইতিমধ্যে ডেঙ্গু মহামারিতে রুপ নিয়ছে এতে কোন সন্দেহ নাই
সময় এখনও পার হয়ে যায়নি
সামনে বিশাল সমুদ্র
পার হতেই হবে
হাল ছেড়ে দিলে কি আর পার হওয়া যায় না যাবে
[[একটা তথ্য শেয়ার করি। একটি এডিস মশা তার জন্মস্থলের চার পাশে মাত্র ৪০০ মিটার পর্যন্ত ভ্রমন করতে পারে ( source : WHO Dengue control protocol)।
এর থেকে আমরা তিনটি বিষয় বুঝতে পারি
প্রথমত - আপনি আপনার বাসার ও কর্মস্থলের চারপাশে নিজে ও অন্যদের সহায়তায় শুধু মাত্র যদি ৪০০ মিটার এলাকা নিরাপদ ও পরিস্কার রাখতে পারেন তবে আপনার ডেংগুতে আক্রান্ত হওয়ার সম্ভবনা অনেকটা কমে যাবে।
দ্বিতীয়ত- এডিস মশা ডেংগুর বাহক । তাই কোনো এডিস মশা আপনাকে কামরালে তখনি আপনি আক্রান্ত হবেন যদি এই এডিস মশা আগে অন্য একজন ডেংগু আক্রান্ত পেশেন্টকে কামরিয়ে থাকে। সেক্ষেত্রে আপনার আশে পাশে ৪০০ মিটারের,মধ্যে কেও আক্রান্ত থাকলে অবশ্যই তাকে মশারির মধ্যে থাকতে উদ্ভুদ্ধ করুন ও সহায়তা করুন।
তৃতীয়ত - এতো কম রেঞ্জ নিয়ে একটি উত্তরের এডিস মশা দক্ষিনে বা দক্ষিনের এডিস মসা উত্তরে যেতে পারে না।
-
কার্টেসীঃ ডাঃ সমাপ্ত ]]
-
কার্টেসীঃ ডাঃ সমাপ্ত ]]
সম্পূর্ণ লিখাটি পড়তে প্লিয এখানে ক্লিক করুক
read more clik bellow
0 Comments:
Post a Comment