Monday, July 15, 2019

গাড়ি চুরি করে ৯০০ কিলোমিটার পাড়ি দিল চার শিশু! অনলাইন ডেস্ক

bangladeshnewspaper365.blogspot.com


বয়স তাদের ১২ এর বেশি না
এর মঝেই কামিলতি পাশ
১৮ বছরের নিচে কাউকেই গাড়ি চালানর অনুমতি
কিংবা
গাড়ি চালানোর লাইসেন্স দেওয়া হয় না
কিন্তু
সবাইকে
অবাক করে দিয়ে
অস্ট্রেলিয়ার ৪ শিশু
গাড়ি চুরি করে প্রায় ৯০০ কিলো পাড়ি দিয়েছে
সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী
এই চার শিশুর মাঝে
৩ টি ছেলে
আর একটি মেয়ে
পুলিশ এক সময় এই গাড়িটিকে দেখতে পেয়ে
তাড়া করলেও
গাড়ির চালক আর আরোহী শিশু বিবেচনা করে তাড়া করা থামিয়ে দেয়
কিন্তু এক সময়
গাড়িটিকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে গাড়ি সহ
বাচ্চাদের উদ্ধার করে
পুলিশ বলে "‘শিশুরা গাড়ির ভেতর নিজেদের আবদ্ধ করে রেখেছিল। গাড়ির ভেতর ঢুকে ওদের গ্রেপ্তার করার জন্য আমাদের ব্যাটন (ছোট লাঠি) ব্যবহার করতে হয়েছে।’ প্রায় ১০ ঘণ্টার এ যাত্রায় ঘুরিয়ে ফিরিয়ে সব শিশুই গাড়ি চালিয়েছে বলে ভাষ্য উইলিয়ামসের। এত কম বয়সী একটি শিশুর পক্ষে টানা এতক্ষণ গাড়ি চালানো সম্ভব নয় বলেই ধারণা করছেন তিনি।

Share

& Comment

0 Comments:

Post a Comment

 

Copyright © 2015 Bangladesh Newspaper 365 ™ is a registered trademark.

Designed by Templateism | Templatelib. Hosted on Blogger Platform.