বয়স তাদের ১২ এর বেশি না
এর মঝেই কামিলতি পাশ
১৮ বছরের নিচে কাউকেই গাড়ি চালানর অনুমতি
কিংবা
গাড়ি চালানোর লাইসেন্স দেওয়া হয় না
কিন্তু
সবাইকে
অবাক করে দিয়ে
অস্ট্রেলিয়ার ৪ শিশু
গাড়ি চুরি করে প্রায় ৯০০ কিলো পাড়ি দিয়েছে
সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী
এই চার শিশুর মাঝে
৩ টি ছেলে
আর একটি মেয়ে
পুলিশ এক সময় এই গাড়িটিকে দেখতে পেয়ে
তাড়া করলেও
গাড়ির চালক আর আরোহী শিশু বিবেচনা করে তাড়া করা থামিয়ে দেয়
কিন্তু এক সময়
গাড়িটিকে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে গাড়ি সহ
বাচ্চাদের উদ্ধার করে
পুলিশ বলে "‘শিশুরা গাড়ির ভেতর নিজেদের আবদ্ধ করে রেখেছিল। গাড়ির ভেতর ঢুকে ওদের গ্রেপ্তার করার জন্য আমাদের ব্যাটন (ছোট লাঠি) ব্যবহার করতে হয়েছে।’ প্রায় ১০ ঘণ্টার এ যাত্রায় ঘুরিয়ে ফিরিয়ে সব শিশুই গাড়ি চালিয়েছে বলে ভাষ্য উইলিয়ামসের। এত কম বয়সী একটি শিশুর পক্ষে টানা এতক্ষণ গাড়ি চালানো সম্ভব নয় বলেই ধারণা করছেন তিনি।
0 Comments:
Post a Comment