Tuesday, July 16, 2019

ডেঙ্গু জ্বরে কাঁপছে রাজধানীবাসী। আতঙ্কে ভুগছেন মানুষ

bangladeshnewspaper365


ডেঙ্গু জ্বরে কাঁপছে রাজধানীবাসী। আতঙ্কে ভুগছেন মানুষ

হটাৎ রাজধানিতে ডেঙ্গু র আক্রমন নাকি 
ধীরে ধীরে
যাই হোক এই  জ্বরের অবস্থা এখন মারাত্মক পর্যায়ে
যার প্রমান 
কয়েক দিনে র হাসপাতাল গুলিতে ডেঙ্গু রোগীর ভর্তির ভীর দেখে আন্দাজ করা যায়
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ২১৪ জন রাজধানীর বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। ঘণ্টায় ভর্তি হচ্ছেন প্রায় ৯ জন। এ হিসাবে প্রতি ৭ মিনিটে কমপক্ষে একজন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন।
ডেঙ্গু জ্বর আর অন্য সাধারন জ্বরের মাঝে পার্থক্য থাকলেও 
এ বার নাকি কোন পার্থক্যই প্রায় দেখা জাচ্ছে না
তাই অভিজ্ঞদের পরামর্শ 
৩/৪ দিনের মধ্যে জ্বর নিয়ন্ত্রনে না আসলে গাফিলতি না করে দ্রুত টেস্ট করে নিশ্চিত হতে হবে যে জ্বর ডেঙ্গু কি না 
যদি জ্বর ডেঙ্গু হয় 
শুধু নাপা জাতীয় টেবলেট খেতে হবে
কোন প্রকার ব্যাথা জাতীয় ঔষধ খাওয়া যাবে না 
কারন এতে এই জরে 
তবে অ্যাসপিরিন বা ডাইক্লোফেনাক জাতীয় ব্যথার ওষুধ খাওয়া যাবে না। এতে রক্তক্ষরণের ঝুঁকি তৈরি হতে পারে। ৪ থেকে ৫ দিন জ্বর থাকলে ঘরে বসে না থেকে ডাক্তারের পরামর্শ নিতে হবে।

Share

& Comment

0 Comments:

Post a Comment

 

Copyright © 2015 Bangladesh Newspaper 365 ™ is a registered trademark.

Designed by Templateism | Templatelib. Hosted on Blogger Platform.