লা ইলাহা ইল্লাল্লাহ এর মানে জেনে নিন
---------------------------------------------------১) মানুষ আল্লাহ ছাড়া আর কাউকে নিজের পৃষ্ঠ পোষক , কর্ম সম্পাদন কারি , প্রয়জন পূরণ কারি
বিপদ দূর কারি, ফরিয়াদ শ্রবণকারী এবং গ্রহণকারী এবং সাহায্য দাতা ও রক্ষা কর্তা মনে না করা। কেন না তিনি ছাড়া আর কাহারো নিকট কোন ক্ষমতা নাই
১) আল্লাহ ছাড়া আর কাহাকেও কল্যাণকারী মনে না করা, কাহারো সম্পর্কে অন্তরে ভীতি অনুভব না করা, কাহারো উপর নিরভর না করা, কাহারো উপর কোন আশা পোষণ না করা , এবং এই কথা বিশ্বাস না করা যে , আল্লাহর অনুমদন ছাড়া কাহারো উপর কোন বিপদ মসিবত আপতিত হইতে পারে , কেননা সকল প্রকার ক্ষমতা ও ইখতিয়ার একমাত্র আল্লহারি ।
৩) আল্লাহ ছাড়া আর কাহারো নিকট দোয়া প্রার্থনা না করা , কাহারো নিকট আশ্রয় না খুজা , কাহাকেও সাহায্যের জন্য না ডাকা , এবং আল্লাহর ব্যাবস্থাপনায় কাহাকেও এতখানি প্রভাবশালী বা শক্তিমান মনে না করা যে , তাহার সুপারিশে আল্লাহ ফয়সালা পরিবর্তন করতে বাধ্য । কেননা তাহার রাজ্জ্যে সকলেই ক্ষমতাহীন প্রজা মাত্র ।
৪) আল্লাহ ছাড়া আর কাহারো সামনে মাথা নত না করা , কাহারো উদ্দেশ্যে মানত না করা , কেননা এক আল্লাহ ছাড়া আর কাহারো ইবাদত পাইবার অধিকার নাই ।
৫) আল্লাহ ছাড়া আর কাওকেই বাদশাহ , রাজাধিরাজ , সার্বভৌম ক্ষমতার মালিক না মানা , কাহাকেও নিজস্ব ভাবে আদেশ ও নিষেধ করার অধিকারি মনে না করা । কেননা স্বীয় সমগ্র রাজ্জ্যের নিরংকুশ মালিকানা ও সৃষ্টি লোকের সার্বভৌম অধিকার আল্লাহ ছাড়া আর কাহারো নাই
resad more
আপনি নিজেকে জিজ্ঞেশ করুণ
0 Comments:
Post a Comment