সকল বাংলা ভাষার বাংলা পত্রিকার লিঙ্ক এখানে পাবেন এক জায়গায়
Bangladesh newspapers, bangla news , bangla , bd news , all bangla newspa
-------------------------------------------------------------------------------------------------------------
আল কুরআন আসলে কি ?
বর্তমানে অধিকাংশ মুসলমান ইবাদত করে গুনাহ মাফ করে বেহেস্তে যাওয়ার জন্য
গুনাহ মাফের জন্য বিভিন্ন দুয়া ও ইবাদত আছে। আর জান্নাত লাভের বিভিন্ন ফজিলতের সহিহ হাদিছও আছে
এ সবি ঠিক , কিন্তু এসব হল ইমান্দারদের জন্য ।
কিন্তু তার ঈমান ঠিক আছে কি না বা ঈমান বিনষ্টকারী বিষয়গুলো তার জীবনে আছে কিনা আর তা দেখার জন্য যে রাডার আল কুরআন তার কাছে আছে , তার কাছে তারা যেতে চায় না
নিজের ইচ্ছামত নিজেকে ইমানদার মনে করে সগৌরবে জান্নাতে চলে যাওয়ার আশায় আছে
কুরআন যে মহান আল্লাহ পাকের পক্ষ থেকে এক প্রেসক্রিপশন , এটা সে জানেই না ,
আর এ প্রেসক্রিপশনে আছে কি করলে জান্নাতে যাওয়া যাবে
আর কি করলে একজন ইমানদার হওয়া যাবে
আর কি করলে নিজেকে ইমানদার মনে করলেও জান্নাতে যাওয়া যাবে না
যেমন এখানে আল্লাহ পাক বলছেন
আর মানুষের মাঝে কিছু লোক আছে , যারা বলে আমারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি
অথচ তারা আদৌ ইমানদার নয়, তারা আল্লাহ ও ইমানদারদের ধোঁকা দেয়, অথচ তারা নিজেদেরকেই ধোঁকা দেয়। কিন্তু তারা তা বুঝে না --সুরা বাকারা-৮-৯ আয়াত
আমাদের দুর্ভাগ্য যে জুমার নামজে, বিভিন্ন মাহফিলে হুজুরেরা সবে বরাত মিলাদ মাহফিল যত আলোচনা হয় এর এক ভাগ ও আলোচনা হয় না কুরআন নিয়ে কুরআন এর অর্থ বুঝার ফজিলত নিএ
তাই যা হবার তাই হচ্ছে
অথচ কুরআন হল মুসলমানের পথের দিশা, জিবনের আলো, সংসারের চাবি, সমাজের শান্তির চাবি কাঠি সবচে বড় কথা হল
কুরআন হল মহান আল্লাহ পাকের পক্ষ থেকে বান্দার জন্য প্রেমের চিঠি
যে আল্লাহ আমাকে আপনাকে এত সুন্দর করে পৃথিবীতে পাঠালেন
সে আল্লাহর চিঠিখানি জীবনে একবারও যদি না পড়ি , তাহলে কোন মুখে মহান আল্লাহর সামনে হাজির হব
বিন্দু পরিমান ভদ্রতা ও কৃতজ্ঞতা বোধ থাকলেও উচিত জীবনে একবার পুরো কুরআন নামক চিঠি বুঝে পরার চেষ্টা করা
[ মুহাম্মদ মসাররফ হসাইন এর আল্লাহর চিঠিখানি একটু বুঝে পড়ি নামক বই থেকে সংকলিত ]
-----------------------------------------------------------------------------------------------------------------------
আব্দুল্লাহ ইবনে বুশর রাঃ থেকে এই হাদিছ টি বরনিত--এক ব্যাক্তি আরজ করল --হে আল্লাহর রাসুল(সা) ইসলামের বিধিবিধান আমার জন্য বেশি হয়ে গেছে , কাজেই এমন একটি উপদেশ আমাকে দিন , যা আমি শক্ত করে ধরব , জবাবে রাসুল(সা) ব্বল্লেন
তোমার জিহবা যেন সর্বক্ষণ আল্লাহর জিকিরে সিক্ত থাকে
তিরমিজি সরিফ--৫/৪৫৮
ইবনে মাজাহ=--২/১২৪৬
-------------------------------------------
জিকিরের আরেক টি অর্থ হল
আল্লাহর দেওয়া হুকুমকে বাস্তবে মেনে চলার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা
-----------------------------------------------------------------------------------------------------------------------
আসুন জেনে নেই --- জিকির কি ও কেন ?
-----------------------------------------------------আব্দুল্লাহ ইবনে বুশর রাঃ থেকে এই হাদিছ টি বরনিত--এক ব্যাক্তি আরজ করল --হে আল্লাহর রাসুল(সা) ইসলামের বিধিবিধান আমার জন্য বেশি হয়ে গেছে , কাজেই এমন একটি উপদেশ আমাকে দিন , যা আমি শক্ত করে ধরব , জবাবে রাসুল(সা) ব্বল্লেন
তোমার জিহবা যেন সর্বক্ষণ আল্লাহর জিকিরে সিক্ত থাকে
তিরমিজি সরিফ--৫/৪৫৮
ইবনে মাজাহ=--২/১২৪৬
-------------------------------------------
জিকিরের আরেক টি অর্থ হল
আল্লাহর দেওয়া হুকুমকে বাস্তবে মেনে চলার মাধ্যমে আল্লাহকে স্মরণ করা
0 Comments:
Post a Comment