Friday, July 19, 2019

শ্রীলংকায় মাশ্রাফি যাচ্ছেন না , কেন ?

bangladeshnewspaper.blogspot.com


শ্রীলংকায় মাশ্রাফি যাচ্ছেন না  , কেন ?


জি  অনেক দিন পড়ে
আমাদের এম পি কাম অধিনায়ক
মাশ রাফি বিন মুরতাজা
ক্রিকেট থেকে বাদ পড়লেন
না উনাকে বাদ দেওয়া হয়নি
উনার অসুস্থতার কারনে
মানে
শুক্রবার অনুশীলনের সময় হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন মাশরাফি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড জানিয়েছে, তার চোট সারতে ৩-৪ সপ্তাহ লাগবে।
আর এই চোটের কারনে
মাস রাফির বদলে
নেওয়া হয়েছে
বদলে নেয়া হয়েছে পেস অলরাউন্ডার ফরহাদ রেজাকে। 
ফরহাদ রেজা শেষ খেলেছিলেন
২০১১ সালে চট্টগ্রামে পাকিস্তানের বিপক্ষে। 
৩৩ বছর বয়সি
ফরহাদ রেজা এ বছর ঘরোয়া লীগে দারুণ পারফরম করেন।
ফরহাদ রেজা
৩৪ ওয়ানডেতে ২২ উইকেট ও ৪১২ রান 

Share

& Comment

0 Comments:

Post a Comment

 

Copyright © 2015 Bangladesh Newspaper 365 ™ is a registered trademark.

Designed by Templateism | Templatelib. Hosted on Blogger Platform.