ক্ষতিকর প্রভাব ফেলছে পাবজি, একাধিক দেশে নিষিদ্ধ
ভার্চুয়াল জগতের এই গেইমের কুফলে
ছোট ছোট শিশু থেকে শুরু করে টিন এজ ছেলে মেয়েরা ক্রমেই ঝুকছে
এই গেইমে
ফলে
নতুন জেনারেশন এর মাঝে ভালবাসা আবেগ এর জায়গায় ক্রমেই
জায়গা করে নিচ্ছে
হিংস্রতা
আর এর কুফল
আমাদের প্রিয় জন্ম ভুমি বাংলাদেশ
আজ ইয়ং জেনারেশন এর মাঝে দেখার দুর্ভাগ্য হচ্ছে
ইদানিং কুপা কুপি
ইতিমধ্যে
আদালত প্রাঙ্গনে কুপিয়ে মেরে ফেলার মত
ভয়ঙ্কর দৃশ্য আজ দেখতে হচ্ছে
বহু দেশ ইতিমধ্যে
এই ভয়ঙ্কর গেইম
নিসিদ্ধ করে ফেলেছে
সেই দেশগুলোর তালিকায় যোগ হয়েছে জর্ডানের নাম। ক্ষতিকর প্রভাবের কারণেই নিষিদ্ধ করা হয়েছে এই অনলাইন গেম।
এই গেইমে খেলার মাঝে প্রতিপক্ষকে
একেবারে মেরে ফেলতে হবে , এটাই এই গেইমের নিয়ম
হুশিয়ার হবার সময় হয়ত চলে যাচ্ছে
0 Comments:
Post a Comment