সিনেমা সংক্রান্ত সব পোস্ট ডিলিট করেছেন জাইরা-কেন ?
দঙ্গল সিনেমা মানে প্রথম্ সিনেমা দিয়ে ই হিট মানে সুপার দুপার হিট
কিন্তু মনে প্রানে মুসলিম হওয়ায় এত মান সম্মান টাকা পয়সা
তাকে আল্লাহর পথ থেকে বেসি দিন দূরে রাখতে পারেনি
যুদ্ধ চলছিল তার নিজের বিশ্বাসের সাথে
আল্লাহ যাকে সাহায্য করে
সে বিজয়ি হবেই হবে
নইলে এই জাকজমকের রঙ চঙ্গের দুনিয়ায়
কার এত কলিজা যে এই সব কে দু পায়ে দুন্রে চুমরে
আল্লাহর পায়ে আছড়ে পড়ে শান্তি খুজে পায়
সব চে বড় কথা
সে ছিল সত্যিকারের বিশ্বাসী
এই জন্যই সে কুরআন থেকে পেয়েছে শক্তি
যা আমাদের মত অনেক সো কল ড মুসলমানদের ভাগ্য জুটে না
কারন
কুরআন ত তাদের ই পথ দেখায়
যারা বিশ্বাস করে আল্লাহ কে তার প্রেরিত নবি রাসুল (ষ) দের
আমরা যারা সন্দেহর মাঝে আছি
তাদের জন্য
সত্যি জাইরা হচ্ছে ইন্সপিরিসন
আল্লাহর দেওয়া ইশারা
এখন বুদ্ধিমানদের জন্য ইশারা ই কাফি
দেখুন জাইরা কি বলেছেন "{
এদিন তিনি লিখেছিলেন, ‘বলিউড আমায় খ্যাতি-অর্থ-প্রতিপত্তি-ভালোবাসা সব দিয়েছে। বদলে কেড়ে নিয়েছে আমার বিশ্বাস, আমার ধর্ম, আল্লাহ-র করুণা। বিশ্বাস করুন, এই জীবন আমি চাইনি। তাই এই পরিণতি মন থেকে একেবারেই মেনে নিতে পারছি না। মনের সাথে সারাক্ষণ যুদ্ধ করতে করতে আমি ক্লান্ত। পাঁচ বছরে বুঝলাম, বলিউড আমার জন্য নয়।’
অভিনেত্রী আরও লিখেছেন, ‘বলিউড আমার ধর্ম নিয়ে, আমার বিশ্বাস নিয়ে, আমার আদর্শ নিয়ে, আল্লাহ-র প্রতি আনুগত্য নিয়ে, আমার ব্যক্তিগত জীবন নিয়ে বারবার কৌতূহল প্রকাশ করেছে, গোপনে রক্তাক্ত হয়েছি। তারপরেও নিজের বিরুদ্ধে গিয়ে সবার বিরুদ্ধে লড়াই করেছি। আর প্রতি মুহূর্তে বুঝেছি, আমি এই জীবন নিয়ে খুশি নই।’}
আশা করি আমরা যারা পথ খুজে বেড়াই
তাদের জন্য জাইরার এই আমল ই যথেষ্ট
0 Comments:
Post a Comment